৩ দফা দাবি আদায়ে ৪ দিনের আলটিমেটাম শাবিপ্রবি শিক্ষার্থীদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৩:৩১:৩৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ দিনের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে এসব দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আসাদ শিকদার এর সঞ্চালনায় বক্তব্য দেন ব্যবসা ও প্রশাসন বিভাগের মাহবুবুল হাসান পবন, সমাজ বিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন, গণিত বিভাগের হাফিজুল ইসলাম ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
মানববন্ধনে আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আমরা অনেক রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পরবর্তী প্রশাসনের কাছে প্রত্যাশা করেছিলাম তারা শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে। কিন্তু আমরা বারবার শিক্ষার্থীদের পক্ষে দাবি নিয়ে গেলেও এই প্রশাসন ভ্রুক্ষেপ করছেনা। তারা শিক্ষার্থীদের উপর আগের প্রশাসনের চাপিয়ে দেওয়া পদ্ধতিগুলো এখনো বাতিল করেনি।’
বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎস শিক্ষার্থীরা হতে পারেনা উল্লেখ করে এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা প্রশাসনকে বারবার বলেছি পূর্ববর্তী প্রশাসন শিক্ষার্থীদের উপর অযৌক্তিকভাবে ভর্তি, ক্রেডিট ও সেমিস্টার ফি চাপিয়ে দিয়েছিল। যা শিক্ষার্থীদের উপর জুলুম করে অর্থ নেওয়ার মতো। বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎস বিশ্ববিদ্যালয় বের করবে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে নজর না দিয়ে আয়ের উৎস হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করছে। আমরা প্রশাসনকে বলতে চাই অযৌক্তিক ফি বাতিল করে শিক্ষার্থীবান্ধব ফি নিশ্চিত করুন।’
ফয়সাল হোসেন বলেন, ‘২০২০-২১ শিক্ষার্থীবর্ষে ভর্তি ছিল ৮ হাজার ১০০টাকা। তিন বছরের ব্যবধানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেটি বেড়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। এই অযৌক্তিক ভর্তি ফি বাতিল করতে হবে।’
মানববন্ধনে জানানো শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে, ‘যৌক্তিকভাবে ভর্তি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়ে শিক্ষার্থীদের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে’ ‘পোষ্য কোটাসহ সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে’ ‘আগামী ২ সেমিস্টার ৪ মাস করে শেষ করা।’ এসময় বক্তারা বলেন, আগামী রোববারের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে, কঠিন কর্মসূচির দিকে যাবে শিক্ষার্থীরা।