শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৭:২৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবহ দিন। বিন¤্র শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছিল। হানাদার বাহিনী চেয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূূূূূূূূূূূূূূূূূূূূন্য করতে। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি বাহিনী ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল।
বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছিলেন মুক্তির পথ। গোটা জাতিকেও উদ্দীপ্ত করেছিলেন অধিকার আদায়ের সংগ্রামে। বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত-পা চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষত-বিক্ষত লাশ। হত্যার আগে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল তাদের ওপর। কারও শরীর বুলেটবিদ্ধ, কারও বা অমানুষিক নির্যাতনে ক্ষত-বিক্ষত। হাত পেছনে বেঁধে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়িভুঁড়িও বের করে ফেলা হয়েছিল অনেকেরই। এসব মৃতদেহ পাওয়ায় উন্মোচিত হয় ঘাতকদের বুদ্ধিজীবী হত্যার নীলনক্শা। এ ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। ঘাতকদের হাতে শহীদ সেই সব সূর্যসন্তান স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অভ্যুদয় ঘটে লাল-সবুজের পতাকার স্বাধীন বাংলাদেশের।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, আলতাফ মাহমুদ, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ।
আজ পুরো জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে। দিবসটি উপলক্ষে সারাদেশের মতো সিলেটেও বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন পৃথক পুষ্পস্তবক অর্পণ করবে। এছাড়াও আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপি:
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আজ সকাল ১০টায় বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জিন্দাবাজারে সমবেত হয়ে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে বেলা ১২টায় রেজিস্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হবে। কর্মসূচি সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্গত উপজেলা, পৌর, ওয়ার্ড ও থানায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহবান জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী. মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।