সাবেক পৌর মেয়র নাদেরসহ ৫ জনের আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ ৫ জনের জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় চীফ জুডিশিয়াল আদালতে তারা পাঁচজন স্বেচ্ছায় হাজিরা দিতে এলে সিনিয়র বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ সময় আদালতের বারান্দায় নেতাকর্মীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করেন ।
আদালতে আত্মসমর্পণকারীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, জেলা স্বেচ্ছাসেক লীগ সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলাম।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক জানান, আওয়ামী লীগের নেতারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় আহত জহুর আলীর ভাই হাফিজ মিয়া বাদী হয়ে ৯৯ জনের নামে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।