নগরীর যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:১৯:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরী ও আশপাশের কিছু এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ ও ৩ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর প্রায় অর্ধশত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এলাকা। এছাড়া, এমসি কলেজ উপকেন্দ্রের আওতধানী মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকা।
এদিকে, বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে বলদি, তেতুলতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, ভরাউট, ভালকী, ফরহাদপুর, আলমনগর, বেতসান্দি, তেলিবাজার, তেতলী, অতিরবাড়ী, লহ্মীপুর, লালাবাজার, ভালকি, মুন্সিবাজার লহ্মীপুর, বিভাগীয় কমিশনার অফিস, বিসিক শিল্প এলাকা, সহ ৩৩ কেভি জগন্নাথপুর ফিডার এবং ১১ কেভি পুলিশ লাইন, লালাবাজার ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাভুক্ত সকল এলাকা।