সিলেট বোর্ডে বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১০৩৯ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ১১:২৬:৪৪ অপরাহ্ন

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে স্থগিত হওয়া এসএসসি’র বাংলা ২য় পত্রের পরীক্ষা। এ পরীক্ষা হওয়ার কথা ছিল গত ১৩ এপ্রিল।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষায় ৮২ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮১ হাজার ৭৫১ জন। এই বিষয়ে অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩৯ জন।
সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ৩৫৫, হবিগঞ্জে ২৩০, মৌলভীবাজারে ২১৯ ও সুনামগঞ্জে ২৩৫ জন পরীক্ষার্থী রয়েছে।
প্রসঙ্গত, সারাদেশের ন্যায় গত ১০ এপ্রিল থেকে সিলেটেও শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্রসংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। এবার এসএসসি পরীক্ষায় ১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩টি কেন্দ্র রয়েছে।