ফকির ইলিয়াস এর সংক্ষিপ্ত পরিচিতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৬:৫৮:৪৪ অপরাহ্ন
ফকির ইলিয়াস মূলত একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, গ্রন্থসমালোচক। সাংবাদিক হিসেবেও রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। প্রবাসে বাংলাসাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি লালন ও চর্চায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এ যাবত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঁচিশটি।
সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর প্রবন্ধ গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার’ এবং মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস ‘মেঘাহত চন্দ্রের প্রকার’Ñগ্রন্থ দুটিতে তিনি দক্ষতার সাথে বর্ণনা করেছেন বাঙালি জাতির মুক্তি সংগ্রামের চাওয়া-পাওয়া।
তাঁর লেখা নিয়মিত ছাপা হচ্ছে ঢাকা, কলকাতা, লন্ডন, নিউইয়র্ক, কানাডা, সুইডেন, ইতালি, অস্ট্রেলিয়া, জাপানসহ দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, ম্যাগাজিন, সাহিত্যপত্রে। ওয়েব, ব্লগ, ই-নিউজ গ্রুপেও তিনি লিখছেন নিয়মিত।
সাহিত্য কর্মের জন্য তিনিÑ‘ফোবানা সাহিত্য পুরস্কার’, ‘ঠিকানা শ্রেষ্ঠগ্রন্থ পুরস্কার’, ‘কবিতা স্বজনপ্রীতি সম্মাননা’,
‘মৃত্তিকায় মহাকাল আবৃত্তি উৎসব স্মারক’ ইত্যাদি পেয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘ঘুংঘুর’ এর সম্পাদকমণ্ডলীর সদস্য তিনি।
তিনি ‘দ্যা অ্যাকাডেমি অব আমেরিকান পোয়েটস’, ‘দ্যা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল’, ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’, ‘আমেরিকান ইমেজ প্রেস’,Ñএর সদস্য।
তাঁর প্রকাশিত ২৫টি গ্রন্থ নিম্নরূপÑ১. বাউলের আর্তনাদ (গান-১৯৮৫), ২. হৃদে গাঁথা মালা (গান-১৯৮৯), ৩. এ নীল নির্বাসনে ( কবিতা-১৯৯১), ৪. অবরুদ্ধ বসন্তের কোরাস (কবিতা-১৯৯৬), ৫. দাক্ষিণ্য বিষয়ক দিন (কবিতা-১৯৯৮) ৬. বৃত্তের ব্যবচ্ছেদ (কবিতা-২০০১), ৭. অনন্ত আত্মার গান (গান-২০০২), ৮. কবিতার বিভাসূত্র (প্রবন্ধ-২০০৯), ৯. চৈতন্যের চাষকথা (গল্প-২০১০), ১০. গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ (কবিতা-২০১১), ১১. ছায়াদীর্ঘ সমুদ্রের গ্রাম (কবিতা-২০১২), ১২. গৃহীত গ্রাফগদ্য (কবিতা-২০১৪), ১৩. অনির্বাচিত কবিতা (কবিতা-২০১৫), ১৪. সাহিত্যের শিল্পঋণ (প্রবন্ধ-২০১৬), ১৫. মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার (প্রবন্ধ-২০১৭), ১৬. মেঘাহত চন্দ্রের প্রকার (উপন্যাস-২০১৭), ১৭. শহীদ কাদরী’র দরবারের দ্যুতি (প্রবন্ধ-২০১৮), ১৮. প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা (কবিতা-২০১৮), ১৯. নক্ষত্র বিক্রির রাতে (কবিতা-২০১৯), ২০. সম্মোহিত শব্দদাগ (প্রবন্ধ-২০১৯) ২১. গ্রহান্ধ ঘরের কাহিনি (কবিতা-২০১৯) ২২. ধানমণ্ডির ধ্বনিপুত্র ( কবিতা-২০২০), ২৩. যতিকল্পের প্রতি পৃষ্ঠা (প্রবন্ধ-২০২২), ২৪. নির্বাচিত সনেট, (কবিতা ২০২২) এবং ২৫. বঙ্গবন্ধুর জ্যোতিরেখায় শেখ হাসিনা(প্রবন্ধ ২০২৩)।
যে-সকল গণমাধ্যমের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল, তা নিম্নরূপÑউত্তর আমেরিকা প্রতিনিধি-দৈনিক আজকের কাগজ, ঢাকা [জানুয়ারি ১৯৯২ থেকে অক্টোবর ২০০৬ খ্রিষ্টাব্দ]। যুক্তরাষ্ট্র প্রতিনিধি-দৈনিক সিলেটের ডাক, সিলেট [ জানুয়ারি ১৯৮৯ থেকে ডিসেম্বর ২০০৮ খ্রিষ্টাব্দ]। যুক্তরাষ্ট্র প্রতিনিধি-সাপ্তাহিক জনমত, ইংল্যান্ড [ জানুয়ারি ১৯৯০ থেকে ডিসেম্বর ২০০৯ খ্রিষ্টাব্দ]। যুক্তরাষ্ট্র প্রতিনিধি-সাপ্তাহিক দিকচিহ্ন, ঢাকা [ জানুয়ারি ১৯৯০ থেকে ডিসেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ]। নিউইয়র্ক প্রতিনিধি-সাপ্তাহিক সময়, ঢাকা [ জানুয়ারি ১৯৯৩ থেকে ফেব্রুয়ারি ২০০১ খ্রিষ্টাব্দ]।