প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য এর জীবনবৃত্তান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:০০:৩৪ অপরাহ্ন
প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে। তাঁর পিতার নাম শচীন্দ্রনাথ ভট্টাচার্য এবং মাতা রত্না ভট্টাচার্য। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। গান গাওয়ার পাশাপাশি তিনি গীত রচনা, সুর করা এবং স্বকণ্ঠে পরিবেশন করে থাকেন। তিনি একজন দক্ষ সংগঠকও বটে।
ড. শরদিন্দু ভট্টাচার্য ১৯৮৬ খ্রিষ্টাব্দে কুমিল্লা বোর্ডের অধীনে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। তিনি ১৯৮৮ খ্রিষ্টাব্দে কুমিল্লা বোর্ডের অধীনে সরকারি এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগেএইচএসসি পাশ করেন। পরে ঢাকার সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেবাংলা সাহিত্যে১৯৯১-১৯৯৩ শিক্ষাবর্ষে অনার্সসহ ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যলয় থেকে ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি লাভ করেন।
ড. শরদিন্দু ভট্টাচার্য ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ২০০১-২০০২ শিক্ষাবর্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগেও ওপর পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।
ড. শরদিন্দু ভট্টাচার্য ২০০১ খ্রিষ্টাব্দে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ খ্রি. সহকারী অধ্যাপক, ২০০৯ খ্রি. সহযোগী অধ্যাপক, ২০১৫ খ্রি. অধ্যাপক এবং ২০১৫-২০১৮ সেশনে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫-২০১৯ সেশনে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়েরসৈয়দ মুজতবা আলী হল-এর প্রভোস্ট ছিলেন।
এছাড়াও তিনি একাডেমিক কাউন্সিল, বোর্ড অব এডভান্স স্টাডিজ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, প্রক্টোরিয়েল বডি-এর সদস্য। জালালাবাদ রাগীব-রাবেয়া নার্সিং কলেজ এবং আল-আমিন ডেন্টাল কলেজ এর গভর্নিংবডির সদস্য।
তিনি শাবিপ্রবি অর্থায়নে ও অনুমোদনে প্রকাশিত সংবাদ বিষয়ক পত্রিকা ‘সাস্ট বার্তা’, গবেষণা বিষয়ক জার্নাল ‘ভাষা সাহিত্য পাঠ’ প্রভৃতির সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য এর প্রকাশিত গ্রন্থসমূহ হলো :সিলেটের বাউলসংগীতে শাহজালাল ও চৈতন্যের প্রভাব, বাউল বৈষ্ণব সুফি,ফোকলোর ও লোকসংস্কৃতি,সিলেটের লোকসংগীত: উৎস বৈশিষ্ট্য লোকজীবন,বাঙালির নৃতত্ত্ব ও হিন্দু সভ্যতা, হিন্দুধর্ম ও হিন্দুসমাজ,আর্য,বাংলা বাঙালি বঙ্গাব্দ, থাইল্যান্ডের বৌদ্ধধর্ম প্রভৃতি।
প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য এর লেখা আন্তর্জাতিক স্বীকৃত জার্নাল এবং জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সংখ্যা শতাধিক।তাঁর লেখা গল্পগ্রন্থ হলো : পশুরা ঝগড়া করে প্রথম সাক্ষাতে, মানুষ করে পরে।
হাওলদার পাড়া, আখালিয়া, সিলেটে তিনি পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।