শ্রীযুক্ত কপিলদেব উপাধ্যায় এর সংক্ষিপ্ত পরিচিতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:০৬:০৮ অপরাহ্ন
শ্রীযুক্ত কপিলদেব উপাধ্যায় ১৯৪২ খ্রিষ্টাব্দের ১১ নভেম্বর গাজিপুর উত্তর প্রদেশ জেলার মোহাম্মাবাদ থানাধীন মোহাম্মাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শ্রী শিউলারায়ন উপাধ্যায় (মৃত) এবং মাতার নাম শ্রীমতি মিশোরিয়া উপাধ্যায় (মৃত)।
তিনি রাজ পণ্ডিত কর্মকাণ্ড, সংস্কৃত পাঠশালা গাজিপুর উত্তরপ্রদেশ হতে মেট্রিক পাশ করেন।
তিনি ১৯৫৮ খ্রিষ্টাব্দ হতে ২০০৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজনগর চা-বাগান পৌরহিত হিসাবে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন। সে সময়ে তিনি মৌলভীবাজার জেলার সবকটি চা বাগানের প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন রাজনগর চা-বাগানে স্থায়ীভাবে বসবাস করছেন।