বৈরী আবহাওয়ায় কুলাউড়ায় বারুণী মেলা ক্ষতিগ্রস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৪:৪৭:১৫ অপরাহ্ন
কুলাউড়া অফিস: কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী লালবাগের বারুণী মেলা গতকাল রোববার বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এই মেলা উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর তীরে আশ্রয়গ্রাম এলাকায় দীর্ঘদিন থেকে হয়ে আসছে। বিপুল সংখ্যক পূণ্যার্থী প্রভাত থেকে নদীতে ¯œান করে নানা উপাচার নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় ব্যবসায়ীরা লোহার গৃহস্থালী সামগ্রী,আসবাবপত্র,বাঁশ ও বেতের সামগ্রী, খাবার সামগ্রী নিয়ে মেলায় পসরা সাজায়। মেলায় বিরাট তেতুলের হাট বসে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তেতুল কিনে নিয়ে যান। টিলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক জানান, রোববার শেষ রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় এই বছর মেলায় লোক সমাগম কম হয়েছে এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।