উত্তপ্ত মণিপুরে ৩৩ বিচ্ছিন্নতাকামী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৫:৩৮:০৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৩ জনের মতো বিচ্ছিন্নতাকামী নিহত হয়েছে বলে রোববার জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।
মুখ্যমন্ত্রী বিরেন সিং আরো জানান, হেলিপ্টারসহ কমান্ডো অভিযান চলছে। আমরা বের করার চেষ্টা করছি, এ সন্ত্রাসীরা কারা? কারা হামলা করছে সাধারণ জনগণের ওপর?’ এর আগে, এ মাসের শুরুতে ৩ কোটি ২০ লাখ মানুষের এ রাজ্যটিতে বেসামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য এবং সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মিয়ানমার সীমান্তের রাজ্যটিতে। পাহাড়ি উপজাতি গোষ্ঠীগুলো সমতলের জাতিগত সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপজাতিদের অর্থনৈতিক সুবিধা এবং কোটা নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সৃষ্টি। এ সংঘর্ষে এখন পর্যন্ত ৬০ ব্যক্তি নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৩৫ হাজারের মতো মানুষ।