শাবি উপাচার্যের শাশুড়ির মৃত্যুতে উপ-উপাচার্যের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৭:৪৫ অপরাহ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের শাশুড়ির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
সোমবার (৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এক বিবৃতিতে উপ-উপাচার্যের শোক সংবাদ জানায়।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের শাশুড়ি আমেনা বেগম সোমবার বেলা আড়াইটায় চট্টগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
শোক বিবৃতিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি