আজ জানাজা ॥ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর শোক
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কাজী আব্দুল হাদী আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ১:৪০:৫৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজী বাড়ীর বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল হাদী ইন্তেকাল হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার বিকেল ৪টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বেলা আড়াইটায় কাজী বাড়ী মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কাজী আব্দুল হাদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।