ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মেসার্স মধুফুল প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ১২:৫৯:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর গোটাটিকর বিসিকে যৌথ অভিযান চালিয়ে মেসার্স মধুফুল ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব ও বিএসটিআইর বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মধুফুল ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট ভ্যারিয়েন্টসমূহ এবং চিড়া ভাজা ও নিমকি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ অনুযায়ী আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব ৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, সিলেটের কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়।