স্বর্ণপদক প্রাপ্ত নাদিয়াকে মোগলাবাজার সমিতির সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১:১১:৫০ অপরাহ্ন

মোগলাবাজার সমিতি সিলেটের উদ্যোগে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৩ এ আসাম প্রদেশের করিমগঞ্জের বিশ^ মানবধর্ম বিকাশ পরিষদ কর্তৃক ইংরেজি সাহিত্যে অবদান রাখায় ‘নাদিয়া সুলতানা শিমু’ স্বর্ণপদক ও ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভ করায় তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ হোটেল গার্ডেন ইন-এ এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোগলাবাজার সমিতি সিলেটের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ¦ মোহাম্মদ আব্দুল মজিদ লাল মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ লিমিটেডের পরিচালক আলহাজ¦ মোঃ কাপ্তান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী, মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের রাহাদুজ্জামান এর মেয়ে নাদিয়া সুলতানা শিমু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দা হাসিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক ভুইয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি শাকিল মাহমুদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন নজরুল, সমাজসেবী আব্দুল জব্বার, মইনুল ইসলাম মঞ্জুর, সমিতির সহ সভাপতি এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম পাপ্পু, প্রচার সম্পাদক আব্দুল মোনায়েম, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আরিফ উদ্দিন রায়হান, নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশীদ, রাহাদুজ্জামান, সমাজসেবী আপেল মাহমুদ, সাহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি