সিলেটে কারুর শোরুম উদ্বোধনে অপু বিশ্বাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:৫১:৫২ অপরাহ্ন
দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত দেশীয় পোশাক প্রতিষ্ঠান কারু’র সিলেটে তৃতীয় শোরুম উদ্বোধন হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর তাঁতীপাড়ায় ফিতা কেটে কারুর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়রুজ্জামান চৌধুরী ও বিশিষ্ট অভিনেত্রী অপু বিশ্বাস।
সবাইকে স্বাগত জানান, কারুর স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার সিলেটের জান্নাতুল ফেরদৌস।
বিশিষ্ট অভিনেত্রী অপু বিশ্বাস সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেন, সিলেট আমার একটি ভালো লাগার জায়গা। ফ্যাশনের জায়গায় সিলেট অনেক সচেতন। দেশীয় পোশাক দেশীয় ঐতিহ্য ধরে রাখতে আজকে যে সুন্দর পরিবেশে কারুর উদ্বোধন। সেটি ফ্যাশন সচেতন সিলেটবাসীর চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিজ্ঞপ্তি