সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় নবীনবরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১:৩৭:৪২ অপরাহ্ন

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, আজকের দিনে শিক্ষার্থীদেরকে শুধু স¦প্ন দেখা নয়, স্বপ্নকে বাস্তবের দিকে নিয়ে যেতে হবে। স্বপ্নকে বাস্তবায়নের জন্যে শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে, শিষ্টাচার বজায় রাখতে ও সময়ের সদ্ব্যবহার করতে হবে। বিশেষ করে শিষ্টাচার-আদব-কায়দার উপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আমরা বিভিন্নভাবে জেনেছি রাসুল (সা.) বলেছেন, আমার রব আমাকে উত্তম শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছেন। এজন্য মা হচ্ছেন বিদ্যাশিক্ষা-শিষ্টাচার শিক্ষার প্রাথমিক পর্যায়ের প্রধান শিক্ষিকা, মার কাছ থেকে শিখতে হয়।
তিনি গতকাল মঙ্গলবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা’র ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফাজিল (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ ইকবাল।
মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মামুন ও আবু সাঈদ খুদরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন জুলাইদ আহমদ জিসান, সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশীদ মুর্ত্তযা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইফতেখার উল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক চৌধুরী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা ফেরদৌস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহ শহীদুল ইসলাম এবং মাদ্রাসার শিক্ষক পরিষদের সম্পাদক আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি