পেশাজীবী পরিষদের সাথে রনজিত সরকারের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫২:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনের সংসদ পদপ্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে আজীবন কাজ করতে চাই। তাই সুনামগঞ্জ-১ আসনের এমপি হতে পারলে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলকে গ্রাম থেকে শহরে রুপান্তর করব।
তিনি বুধবার (১৯ ডিসেম্বর) সিলেটস্থ তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর পেশাজীবি পরিষদের উদ্যোগে নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মধ্যনগর উপজেলার পরিষদের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাহার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মজিবুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী ইউনুস আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, তাহিরপুর সমিতি সিলেট এর সভাপতি হাজী তারা মিয়া, সাবেক সভাপতি আলী হায়দার, মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সভাপতি মঈনুদ্দিন রজত, জামালগঞ্জ উপজেলার সজন চন্দ্র তালুকদার, ব্যাংকার সাধন তালুকদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিষুস পুরকায়স্থ টিটু, তাহিরপুর সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক মোশাররফ শান্ত, সাবেক সাধারন সম্পাদক রজত, সালাউদ্দিন, সব্রত তালুকদার সহ অন্যন নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি