অরূপ নাগ সভাপতি, হাফিজ ইসমাঈল সাধারণ সম্পাদক নির্বাচিত
শৈলীর কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাচন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৯:০৩:২৩ অপরাহ্ন
প্রগতিশীল পাঠক সংঘ শৈলীর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অরূপ নাগ ও সাধারণ সম্পাদক ইসমাঈল আলী। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়া মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১০ম বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শৈলী সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শৈলীর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, শৈলীর দীর্ঘদিনের কার্যক্রম আমি নিয়মিত পর্যবেক্ষণ করে দেখেছি, শৈলী মানুষকে বই পাঠের মাধ্যমে অন্যান্য আসক্তি থেকে বের করে নিয়ে আসছে। বইমেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মন ও মননশীল ব্যক্তিগঠনের জন্য কাজ করে যাচ্ছে, যা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে।
‘সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে শৈলী যদি বিভিন্ন প্রতিযোগিতা এবং নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে, তাহলে সবাই মেধা বিকাশের সুযোগ পাবে বলে মনে করি।’ তিনি যোগ করেন।
তিনটি পর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে ১০টায়। এই পর্বে শৈলীর সভ্যরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২য় অধিবেশনে শৈলীর ২০২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সহসাধারণ সম্পাদক হাফিজ ইসমাঈল আলী। বিগত বছরের আয়ব্যায়ের হিসাব ও ২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ-সম্পাদক খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শৈলীর সুধী মুফতি মনসুর আহমদ, উপদেষ্টা আরিফা সুলতানা, কিশোয়ার মোশাররফ, হেলাল হামাম, সালেহ আহমেদ সাদী, ফিদা হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অরূপ নাগ, সাহিত্য সম্পাদক আতিক হাসান মিল্টন ও কার্যনির্বাহী সদস্য লুবাদা চৌধুরী।
৩য় অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শৈলীর প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মবনু।
শৈলীর সভ্যদের মৌখিক পরীক্ষার ফলাফল এবং সার্বিক কর্মদক্ষতার ওপর ভিত্তি করে সদস্য নির্বাচন করেন নির্বাচন কমিশন। কমিশনে ছিলেন মাওলানা রেজাউল হক, কিশোয়ার মোশাররফ, হেলাল হামাম ও সালেহ আহমদ সাদী।
প্রধান আলোচকের বক্তব্যে সৈয়দ মবনু বলেন, শৈলী মননশীল ব্যক্তি গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করে আজ এই পর্যন্ত এসেছে। বিগত বছরগুলোতে অনেক সফলতা এবং ব্যর্থতা রয়েছে। আগামী দায়িত্বশীলগণ সবকিছুকে বিবেচনায় নিয়ে সঠিকভাবে নিজেদের লক্ষ্যে মননশীল মানুষ গঠনে কাজ করে যাবে বলে আমরা আশা রাখি।
অনুষ্ঠানের সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদের বক্তব্যের মাধ্যমে ১০ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি