সিলেটে জাতীয় ফিলিস্তিন সম্মেলনের প্রচারণা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪, ৮:০৬:৪৫ অপরাহ্ন
আগামী ১৩ জানুয়ারি শনিবার নগরীর শিল্পকলা একাডেমিতে জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে “গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, মসজিদে আকসার মুক্তি, ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম এবং মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক জাতীয় ফিলিস্তিন সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গতকাল বুধবার থেকে দাওয়াতী কার্যক্রমের সূচনা করেছেন জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিম।
দুপুরে তিনি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমামদের কাছে সম্মেলনের দাওয়াত পৌঁছে দেয়ার মাধ্যমে এ কাজের সূচনা করেন।এরপর বিকেলে তিনি জামিয়াতুল খাইর মিলনায়তনে ছাত্র-শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন।
রাতে তিনি জকিগঞ্জের ফয়জে আম মুন্সিবাজার মাদরাসায় এক উলামা সমাবেশে তাঁর বক্তব্য রাখেন। দাওয়াতি অভিযানে জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার আমীনুত তালীম মাওলানা আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে আলেমদের একটি টিম কাজ করছে।
এ আগে সকালে শিল্পকলা একাডেমিতে সম্মেলনস্থল পরিদর্শন করেন মুফতি আবদুল মুনতাকিম।-বিজ্ঞপ্তি