সিলেটে জাতীয় ফিলিস্তিন সম্মেলনের প্রচার অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ৭:১৩:৫৩ অপরাহ্ন

১৩ জানুয়ারি শনিবার নগরীর শিল্পকলা একাডেমিতে জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠেয় জাতীয় ফিলিস্তিন সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রচারণা চলছে। এ উপলক্ষে জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জে সফর করছেন। তিনি ফয়জে আম মুন্সীবাজার মাদ্রাসায় পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি এক ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জামিআর শাইখুল হাদীস মাওলানা আবদুল কাইয়ূম, শাইখুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা ইউনুস খাদিমানী, প্রবীণ মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, জামিআতুল খাইরের শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির, মাওলানা ওলী উল্লাহ, মাওলানা আবুল হাসান ইবনে তাফাজ্জুল , মাওলানা কবির আহমদ, মাওলানা আবু সালমান, মাওলানা হাফিজ মনসুরুল হক ইবনে আজিজ প্রমুখ।
এর আগে গত বুধবার থেকে সম্মেলনের দাওয়াতী কার্যক্রমের সূচনা করেন জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিম।-বিজ্ঞপ্তি