সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ২:১৫:৫০ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এমইএম ইকবালুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম।
সমিতির সংবিধান সংশোধনের জন্য উপস্থাপন করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান। আলোচনায় অংশ নেন এডভোকেট মো. আবুল ফজল, মো. কামাল আহমেদ, সাইফুল ইসলাম দুসকী, আ স ম মুবিনুল হক শাহিন, মোস্তাকিম আহমদ কাওছার, ইফতিয়াক হোসেন মঞ্জু, মোহাম্মদ ফজলুর রহমান শিপু প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মোস্তাকিম আহমদ কাওছার। বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সমিতির সংবিধান সংশোধন আকারে পাশ করা হয়।
এদিকে, সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৪ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন বাহার, এডভোকেট মোহাম্মদ আমিনূর রশীদ।
নির্বাচনে সভাপতি পদে মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সমর বিজয় সী শেখর, সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান ও মোহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক পদে এডভোকেট কাউছার আহমদ চৌধুরী, মো. মশহুদ আহমদ চৌধুরী মহসিন, কোষাধ্যক্ষ পদে এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম রিপন, সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ, আনসার হোসেইন, কার্যনির্বাহী সদস্য পদে মো. সুলেমান হোসেন খান, মো. হাসনু চৌধুরী, মো. রফিকুল হক, এম শফিকুর রহমান, আলী আহমদ, মো. সফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মোহাম্মদ আলী খোকন, মো. আবুল ফজল মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি