ফেঞ্চুগঞ্জে মোহাম্মদীয়া মাদরাসার পুরস্কার ও বৃত্তি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৪:১৬:৫৯ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে। সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকের প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন। তাই সকলকে দায়িত্ববোধ থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
গতকাল বুধবার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া মাদরাসা ও ছাত্র সংসদের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ফরিদ উদ্দীন আতাহার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স কলেজের অধ্যক্ষ বিশিষ্ট কবি কালাম আজাদ, সিলেট সরকারি আলীয়া মাদরাসার সহযোগী অধ্যাপক আব্দুল মোছাব্বির, ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ তরিকুল ইসলাম তোফা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন, বৃত্তি দাতা পরিবারের সদস্য আবুল হাসান শিবলী।
বক্তব্য রাখেন মশাহিদ আলী বালিকা মাদ্রাসার সুপার মাওলানা ছালিম উদ্দীন, মোহাম্মদীয়া মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি হাবিবুর রহমান, শিক্ষার্থী বদরুল ইসলাম ফাহাদ, হুমায়ুন রশীদ মাসুম ও সানজিদা ইয়াছমীন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও বৃত্তির অনুদান তুলে দেন।