রোটারী ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির নতুন বোর্ড গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৯:৩২ অপরাহ্ন

রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর অন্তর্ভুক্ত রোটারী ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি ২০২৪-২৫ সেশনের নতুন বোর্ড গঠন করা হয়েছে। গত শুক্রবার ‘ক্লাব ফ্যামেলি ডে’ অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় ক্লাব ট্রেইনার রোটারিয়ান পিপি এ কে এম শামসুল হক দীপু এই বোর্ড ঘোষণা করেন।
রোটারিয়ান সাংবাদিক রাজু আহমেদ-কে প্রেসিডেন্ট, রোটারিয়ান মো: নাজিম উদ্দিন-কে সেক্রেটারি ও রোটারিয়ান জাহেদ আহমদ-কে ট্রেজারার করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন-আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ দিদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান কৌশিক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়সল আহমদ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মাহমুদুল হাসান, চিফ সার্জেন্ট এট আর্মস্ রোটারিয়ান পিপি এ কে এম শামসুল হক দীপু, বুলেটিন এডিটর পিপি রোটারিয়ান শাহিন আহমদ, ক্লাব লার্নিং ফেসিলেটর রোটারিয়ান পিপি মুহিব-উস-সালাম রিজভী, ডাইরেক্টর ক্লাব সার্ভিস রোটারিয়ান মাহফুজুর রহমান, ডাইরেক্টর ভোকেশনাল রোটারিয়ান পিপি আমান উদ্দিন আহমদ, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস পিপি রোটারিয়ান ওমর খৈয়াম, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান জাকির হোসেন এবং ডাইরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান হুসেন মোহাম্মদ দিদার।-বিজ্ঞপ্তি