রমজান উপলক্ষে ওসমানীনগরে আল ইনসাফ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ১১:৪৩:৪৮ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নে আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা প্রথমপাশার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনিবার বাদ যোহর প্রথমপাশা কেন্দ্রীয় জামে মসজিদে প্রাঙ্গনে প্রথমপাশা ও এর আশেপাশের এলাকার ৪০টি পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন, পিয়াজ, আলু, চানা, খেজুর, দুধসহ পরিবার প্রতি ১৫ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা প্রথমপাশা ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরের ন্যায় এবারও এই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি শামসুজ্জামান খান, সাবেক সভাপতি হাফিজ মাওলানা আফজাল হুসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জব আলী সাকিব, অর্থ সম্পাদক বদরুজ্জামান খান, সহ অর্থ সম্পাদক খায়রুল ইসলাম রুহিন, প্রচার সম্পাদক রেজওয়ান আহমেদ, সহ প্রচার সম্পাদক শাহজাহান মিয়া ও সদস্য রাজা মিয়া, সাইদুর রহমান, হামদান হুসাইন, ফরহাদ আহমেদ, সোহান আহমেদ, মাসুদ আহমেদ, রাবেল খান, শেখ তারেক, শেখ তাশেক, ইমন আহমেদ এবং প্রথমপাশা নিবাসী শুভ মিয়া। -বিজ্ঞপ্তি