শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৪, ২:৪৬:১২ অপরাহ্ন
সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিশু কিশোরদের মধ্যে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। পবিত্র রমজান উপলক্ষে নগরীর শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের উদ্যোগে গত মঙ্গলবার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে প্রাতঃভ্রমণ ক্লাব শিশুদের মধ্যে ইসলামি জীবনব্যবস্থার প্রতি আগ্রহ তৈরি করেছে। এর মাধ্যমে তাদের মধ্যে ইসলামি জীবনাদর্শ অনুসরণের প্রেরণা জুগিয়েছে। তিনি এজন্য ক্লাবকে ধন্যবাদ জানান।
প্রাতঃভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, প্রাতঃভ্রমণ ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মাসরুর, সাবেক সভাপতি অধ্যক্ষ প্রফেসর আব্দুস সুবহান, প্রাতঃভ্রমণ ক্লাবের জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবির আহমদ ও কবি নাজমুল আনসারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
শাহজালাল উপশহরস্থ বি ব্লক বায়তুল মামুর জামে মসজিদে ক্লাবের উদ্যোগে দিনব্যাপি ইসলামি সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে ছিলো কেরাত, হামদ-নাত ও ইসলামি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ছয়টি গ্রুপে ১৮ জন বিজয়ী প্রতিযোগীর হাতে নগদ অর্থ ও বই পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে ক্লাবের মরহুম জীবন সদস্য হাজী আব্দুল মুক্তাদিরের পরিবারের পক্ষ থেকে প্রায় তিনশো মানুষের জন্য ইফতারির আয়োজন হয়। ইফতারের আগে স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া সকল শহীদ ও দেশ-জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী শিশুকে বই পুরস্কার দেওয়া হয় এবং ক্লাবের সদস্যদেরকেও বই উপহার দেওয়া হয়। ক্লাবের মরহুম জীবন সদস্য হাজী ছালিক উদ্দিনের পরিবারের সৌজন্যে বই পুরস্কার দেওয়া হয়। -বিজ্ঞপ্তি