কমিটি মেয়াদোত্তীর্ণ, শিগগিরই ঘোষণা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ৩:২৫:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সক্রিয় করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । শিগগিরই ঘোষণা হতে পারে সম্মেলনের তারিখ। তৃণমূলের নেতৃত্বকে প্রাধান্য দিয়েই নতুন নেতৃত্ব বাছাই করা হতে পারে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
এ সম্পর্কে সাদ্দাম হোসেন বলেন, সুনামগঞ্জের কমিটি দীর্ঘদিন হয়ে গেছে। এর কার্যক্রম গতিশীল করা প্রয়োজন। সংগঠনকে সক্রিয় করতে আশু পদক্ষেপ ও দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনে উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন কমিটিতে ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের প্রাধান্য দেয়া হবে বলে জানান তিনি।
২০১৮ সালের ২৪ এপ্রিল দীপংকর কান্তি দে’কে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি গঠনের ৪ বছর পর ২০২২ সালের ২৬ এপ্রিল ২৯৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি। যে কমিটিতে ৭৭ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সম্পাদক ও ৩৩ জন সহ সম্পাদক ছিলেন। কমিটি গঠনের পরে বিশাল সংখ্যক নেতাকর্মীর সরব উপস্থিতি দেখা গেলেও আভ্যন্তরীণ গ্রুপিং কোন্দল ধীরে ধীরে স্থবিরতা দেখা দেয় সাংগঠনিক কার্যক্রমে। বর্তমান কমিটি দীর্ঘ ৬ বছরে জেলার ৯ উপজেলা কমিটি গঠন করলেও দিরাই,শাল্লা, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জসহ এই ৪ উপজেলায় নতুন নেতৃত্ব তৈরীতে ব্যর্থ হয়। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীর মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দেয়। গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ ২ বছরের মেয়াদ হলেও পুরাতন নেতৃত্বে ৬ বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে, জেলা কমিটির সম্মেলন আয়োজন কেন্দ্রীয় নেতাদের তোড়জোড়ে রাজধানীমুখী সংগঠনের দায়িত্বশীলরা। নেতৃত্ব গঠনে কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় অবস্থান করছেন বলে জানা যায়।
এ ব্যাপারে সংগঠন জেলা কমিটির সভাপতি দীপংকর কান্তির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ বলেন, সভাপতি সাধারণ সম্পাদক ঢাকায় অবস্থান করছেন। তারা হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করবেন। সম্মেলনের জন্যে নির্দেশনা আসতে পারে। আশা করছি, দল ত্যাগী নেতা-কর্মীর মূল্যায়ন করবেন। নতুন কমিটিতে সক্রিয়দের স্থান দেয়া হবে এমনটা প্রত্যাশা তৃণমূলের।