দক্ষিণ সুরমার নিম্নাঞ্চল প্লাবিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৬:২৯:১০ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: টানা বৃষ্টিতে দক্ষিণ সুরমা উপজেলার ৮টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমা অংশের ওয়ার্ডগুলোর নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। উপজেলার মোগলাবাজার, জালালপুর, সিলাম, মোল্লারগাঁও, লালাবাজার, তেতলী, কামালবাজার, দাউদপুর ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
এছাড়াও সিটি কর্পোরেশনের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার দিনে অবিরাম বৃষ্টির কারণে জলাবদ্ধতায় গরুর হাটে ক্রেতা এবং বিক্রেতার দুর্ভোগ পোহাতে দেখা যায়।