৪শ’ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনা
বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ॥ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ১:০১:৩৬ অপরাহ্ন
বিয়ানীবাজার সংবাদদাতা: বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের তিনমাস যেতে না যেতেই গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি দু’টি বিলুপ্ত ঘোষণা করে।
এ খবরে সন্ধ্যায় ছাত্রলীগের (মূলধারা) নেতাকর্মীরা পৌরশহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। এরপর সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বিয়ানীবাজারে চিনি ছিনতাইয়ে জড়িত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে বহিষ্কার ও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি তারা টালবাহানা না করে পুলিশকে চিনি ছিনতাইয়ে প্রকৃত জড়িতদের গ্রেফতার করার আহ্বান জানান। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম আহমদ সানি, পৌর ছাত্রলীগ নেতা জুনেদ রহমান প্রমুখ।
জানা যায়, বিয়ানীবাজারে গত শনিবার সকালে এক ব্যবসায়ীর ৪শ’ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম হয়ে উঠে। শুরু থেকেই সিলেট জেলা, বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের দায়িত্বশীল কয়েক নেতা জড়িত থাকার অভিযোগ উঠে। এরপর চিহ্নিতদের নাম বাদ দিয়ে থানায় মামলা হলে ফেসবুকে নিন্দার ঝড় বইতে শুরু করে। গত বৃহস্পতিবার চিনি ছিনতাই কা-ে জড়িত আত্মস্বীকৃত দু’নেতার ফোনালাপ গণমাধ্যমে ভাইরাল হয়। এতে এ কা-ে জড়িত ছাত্রলীগের দায়িত্বশীলদের নাম, মধ্যস্থতাকারী ও থানা পুলিশের ভূমিকা প্রকাশ্যে চলে আসে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। এতে করে ছাত্রলীগের কমিটি ও গ্রেফতারের বিষয়ে নতুন মোড় নেয়। টের পেয়ে অনেকেই চলে যান আত্মগোপনে!
এদিকে, গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক বিজ্ঞপ্তিতে- সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদাপরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে কমিটি দু’টি বিলুপ্তির কথা জানান।
সর্বশেষ তথ্যমতে, বিয়ানীবাজারে চিনি ছিনতাই ঘটনায় থানার ১১ জনের নামে মামলা হলেও পুলিশ এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে লুণ্ঠিত ৮০ বস্তা চিনি, জব্দ করেছে একটি পিকআপ ভ্যান। মধ্যস্থতার দোলাচলে এখনো রয়েছে ৩২০ বস্তা চিনি!
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, চিনি ছিনতাই ঘটনার বেশকিছু আলামত আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের পর্যালোচনায় যারাই চিহ্নিত হবেন, তাদেরকে গ্রেফতার করা হবে। এলক্ষে অভিযান অব্যাহত রয়েছে। শিগগির সুসংবাদ পাওয়া যাবে।