শান্তিগঞ্জে রুমন হত্যা : চেয়ারম্যানকে প্রধান আসামী করে ২৪ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ১২:২৮:০৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম ও নাইম এবং তাদের সহযোগীদের হাতে ছুরিকাঘাতে নোমান মাহমুদ রুমন (৩৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান সুফি মিয়াসহ ২৪ জনকে অভিযুক্ত করে এই হত্যা মামলা দায়ের করা হয়। গত সোমবার নিহত নোমান মাহমুদ রুমনের ভাতিজা এবং গুরুতর আহত সাবেক ইউনিয়ন সদস্য জামিল আহমদ পায়েলের পিতা মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুন সন্ধ্যা ৭টায় সিচনী পয়েন্টে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদ ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে নোমান মাহমুদ রুমন ও সাবেক ইউনিয়ন সদস্য জামিল আহমদ পায়েলের উপর। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নোমান মাহমুদ ওরফে রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ৪ দিন পর গত সোমবার দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়াকে প্রধান অভিযুক্ত করে ২৪ জনকে আসামী করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করেন।
মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। তবে হত্যার সাথে জড়িত মূল আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।