শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ১২:৩২:৫৪ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজাত মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সহদেব পাশা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় মেম্বার হারুনুর রশিদ, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সুজাতের পিতা মো. কবির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে মসজিদ ঘাটে গোসলে যাওয়ার পথে বাঁশের সাঁকো থেকে পড়ে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের লাইনে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সুজাত মিয়া।
এ বিষয়ে শাল্লা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহদেব পাশা গ্রামে ১২ বছরের শিশু সুজাত মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।