রাতারগুল সংলগ্ন চেঙ্গেরখাল নদীতে নেমে কিশোর নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:০১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের মোটরঘাট এলাকায় ঘুরতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে রাতারগুল এর পার্শ্ববর্তী চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হয়। তার নাম শামীম আহমদ (১৬)। সে মহানগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর পুত্র। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে রাত থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামতে পারেনি নদীতে।
পারিবারিক সূত্র জানায়, সিলেট শহর থেকে বাইসাইকেল চালিয়ে রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশমুখ মোটরঘাট খেয়াঘাটে যায় ৪ কিশোর। তারা রাতারগুলে না গিয়ে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামে। এ সময় ৩জন সাঁতার জানার কারণে উঠে আসতে পারলেও শামীম তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করলেও তাকে আর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে খবর দিলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরি দল সেখানে যায়নি।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন চেঙ্গেরখালে কিশোরের সন্ধান করেছেন। রাত হয়ে যাওয়ায় ডুবুরি দল নামতে পারেনি। তবে, শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরের সন্ধান চালাবে বলে জানান তিনি।