দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:১৭:১২ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার জোড়া কাঠার হাওরে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার চরনারচর ইউনিয়নের মাইতি গ্রামের আব্দুন নুরের ছেলে।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাহাবুদ্দীন মিয়া ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইতি গ্রামের আব্দুন নুর তার ছেলেদের নিয়ে বন্যায় ভেঙে যাওয়া বাড়ির বাঁধের জন্য হাওর থেকে নৌকায় করে কচুরিপানা আনতে যান। এসময় পানিতে লেগে থাকা বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিলো। সেই ছেঁড়া তারে পা আটকে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আবু তাহেরের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তবে স্থানীয়দের অভিযোগ হাওরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এবিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো তদারকি না থাকায়, একের পর এক অঘটন ঘটছে।
দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।