দোয়ারায় নৌকাডুবির ঘটনায় মায়ের লাশ উদ্ধার, ২ জন এখনো নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৪, ১:০১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে গত মঙ্গলবার নৌকাডুবে নিখোঁজ তিনজনের মধ্যে জোছনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। তবে এখনো জোছনার শিশুকন্যা হাবিবা (২) ও একই গ্রামের বাসিন্দা গুলজান বিবির (৬৫) সন্ধান মেলেনি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানিয়েছেন, জোছনা বেগমের লাশ বৃহস্পতিবার রাতে সুরমা ইউনিয়নের ভোজনা গ্রামের পাশে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের সুরমা নদীর আজমপুর খেয়াঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। উপজেলা সদরে ত্রাণ দেওয়া হচ্ছে খবর পেয়ে নদী পার হয়ে সেখানে যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ হন গুলজান বিবি, জোছনা বেগম ও তাঁর মেয়ে হাবিবা আক্তার। তাঁরা আজমপুর এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। গুলজান বেগম পশ্চিম মাছিমপুর গ্রামের নূর আলীর স্ত্রী।