মতবিনিময় সভায় বক্তারা
‘সাংবাদিক ইব্রাহীম খলিল বিলেতে দেশের মুখ উজ্জ্বল করছেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ৫:১৯:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইব্রাহীম খলিল বিলেতের একজন উদীয়মান সাংবাদিক। তার রিপোর্টিংয়ে বিলেতের বাঙালি কমিউনিটির সুখ-দুঃখের চিত্র ফুটে উঠে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিলেতের মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। সবমিলিয়ে বিলেতে তিনি সিলেট তথা দেশের মুখ উজ্জ্বল করছেন।
গতকাল সোমবার সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও সিপার এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী খন্দকার সিপার আহমদের উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইব্রাহীম খলিলকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিক ইব্রাহীম ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর একজন কনিষ্ঠ সাংবাদিক। ২০০৯ সালে তিনি বিলেতে পাড়ি জমান। সেখানেও গিয়ে তিনি সাফল্যের স্বাক্ষর রাখছেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে-সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, চ্যানেল এস-এর ব্যুরো চিফ মুহাম্মদ মঈন উদ্দিন মন্জু, সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, আনাস হাবিব কলিন্স ও নূর আহমদ, দৈনিক জালালাবাদের প্রধান প্রতিবেদক আহবাব মোস্তফা খান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো মনজুর আহমদ, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান গুলজার আহমদ, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবিব আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।