লাছুখাল সেতুর মাঝখানে গর্ত, বিঘ্নিত যান চলাচল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ১২:৫৮:১৭ অপরাহ্ন
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থেকে : সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের লাছুখালের ওপর নির্মিত সেতুর উপরিভাগের কিছু অংশের ঢালাই উঠে গেছে। এতে বিঘিœত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন এ সেতু দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝস্থানে উপরিভাগের ঢালাইকৃত ওয়ারিং কোর্স (পাথর, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করা) উঠে গিয়ে বড় আকৃতির গর্তের সৃষ্টি হয়ে আছে।
এ সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী ইজিবাইক চালক আরশ আলী বলেন, এর আগেও এ সেতুর ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। তখন দায়সারাভাবে মেরামত করা হয়েছিল বলেই আজ আবার সেতুর এ অবস্থা হয়েছে। আমরা গাড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে আতঙ্কের মধ্যে থাকি। এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ আলম জানান,
প্রতিদিন কয়েকশ’ শিক্ষার্থী এই সেতু পেরিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। দ্রুত সেতুটি সংস্কার না করলে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পথচারী জোবায়ের বলেন, দীর্ঘদিন ধরে সেতুর এমন অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, এই সেতুর ওপর দিয়ে ট্রাক, পিক-আপ, মাইক্রোবাস, বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অসংখ্য পর্যটকবাহী গাড়িও চলে এ সেতু দিয়ে। ঝুঁকিপূর্ণ সেতুতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে সংস্কারের দাবি তাদের।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান মেম্বার বলেন, সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এটির ওপরে ভাঙা থাকায় স্থানীয়দের যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজির উদ্দিন বলেন, সেতুটি সংস্কারের ব্যাপারে সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।
এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, কোম্পানীগঞ্জের লাছুখালের ওপর সেতুটি সংস্কার জরুরি। ইতোমধ্যে আমাদের পর্যবেক্ষক টিম পরিদর্শন করেছে। শিগগিরই এটি সংস্কার হবে।