বন্যা পুনর্বাসন কার্যক্রমে শায়খে রেঙ্গা ওয়েলফেয়ার অর্গানাইজেশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২:৩৯ অপরাহ্ন
ফেনী ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে শায়খে রেঙ্গা ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
এ কার্যক্রমে অর্থায়ন করেছেন যুক্তরাজ্যের ওল্ডহ্যামের আল খাযরা মারকাযী মসজিদের মুসল্লিরা।
এর আগে বন্যার প্রাথমিক পর্যায়ে ত্রাণ কার্যক্রমও পরিচালিত হয়েছিল, যেখানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পুনর্বাসন কার্যক্রমের আওতায় কুমিল্লার সুধন্যপুর ও আশপাশের এলাকায় এবং ফেনীর রশিদিয়া, ছানুয়া, ছাগলনাইয়া, ও পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এ কার্যক্রমের তত্ত্বাবধান করেন শায়খে রেঙ্গার নাতি ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার সিনিয়র উস্তাদ মঞ্জুর আহমদ। এছাড়া স্থানীয় উলামায়ে কেরামের সহযোগিতায় মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল গফুর, ও মৌলা মিয়া প্রমুখ এই পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
মাওলানা জুবায়ের আহমদ জানান, গত ৫ ও ৬ আগস্ট স্থানীয় আলেমদের সমন্বয়ে এই সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।-বিজ্ঞপ্তি