রাজনগরে চেয়ারম্যান হত্যা মামলার আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৪:৪৭:২০ অপরাহ্ন

রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : রাজনগরে চেয়ারম্যান হত্যা মামলার আসামী পিন্টু সুলতান(৫১) কে গ্রেফতার করেছে র্যাব-৯। গত বুধবার বিকেলে সিলেটের চন্ডিপুল এলাকা থেকে পিন্টু সুলতান কে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট শুক্রবার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কেওলা গ্রামের ৪নং পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা মধুরবাজারে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুক যুদ্ধে নিহত হন। এ ঘটনায় ১৫ আগস্ট ছানার ভাই মো: কয়ছর বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিন্টু সুলতান ওই মামলার ২নং আসামী। তার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে।
রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, পিন্টু সুলতান মামলার এজহারভুক্ত ২নং আসামী। সে পলাতক ছিল। বুধবার র্যাব-৯ তাকে আটক করে। পরে সন্ধ্যায় রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।