ছাতকে ইউনিয়ন আ’লীগের সভাপতি মখলিছুর রহমান গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৪:৫৫:৪৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা \ ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান। মখলিছুর রহমান গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের মৃত হাজী ছবর আলীর পুত্র। তিনি ছাতকের আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানিয়েছেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।