কানাইঘাটে বালিবাহী ট্রাক থেকে ৫০ লক্ষ টাকার চিনি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ২:১৩:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের কানাইঘাট উপজেলার মালিগ্রাম এলাকায় বালিবাহী ট্রাক থেকে ৫০ লক্ষ টাকার চোরাই ভারতীয় চিনি আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বেলা আড়াইটায় বিজিবি এর সুরইঘাট বিওপির একটি দল অভিযান চালিয়ে ভারতীয় চিনিসহ ট্রাকটি আটক করে।
জানা যায়, সিলেট-কানাইঘাট সড়কে বালু ভর্তি একটি ট্রাক থেকে দাঁড়ানোর নির্দেশ দেয় বিজিবির টহল দল। এসময় ট্রকাটি নির্দেশ না মেনে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া করে মালিগ্রাম এলাকায় ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশী করে ট্রাক থেকে বিপুল পরিমাণ চিনি উদ্ধার করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
এদিকে, বিজিবি এর জৈন্তাপুর বিওপির অপর একটি বিশেষ টহল দল গতকাল বুধবার বিকেলে সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ঘিলাতৈল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৭ টি ভারতীয় গরু আটক করে। এছাড়া, গত সোম ও মঙ্গলবার জকিগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির বিজিবি টহল দল পৃথক অভিযানে ২ হাজার ৮০০ কেজি ভারতীয় চিনি এবং ১ টি সিএনজি আটক করে।