যুব জমিয়তের কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে সিলেটে মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৪:০১ অপরাহ্ন

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহিমুল হক বলেছেন, আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ইসলামের সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামসহ জাতির যেকোন ক্রান্তিকালে যুব সমাজ থেকেছে আপোসহীন। তাই ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে যোগ্য নেতৃত্ব তুলতে হবে।
তিনি আরো বলেন, আগামি ২৪শে অক্টোবর ঢাকায় যুব জমিয়তের কেন্দ্রীয় কর্মী সম্মেলনের সিলেটের যুব জমিয়তের কর্মীদের উপস্থিত থাকার আহবান জানান।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত সিলেট জেলা উত্তর দক্ষিন ও মহানগর শাখার যৌথ সভায় অনুষ্ঠিত হয়।
দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদি ও মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির উদ্দীন, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সাবেক কেন্দ্রীয় নেতা মাওলনা ফয়সল আহমদ, জেলা উত্তর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালাহ উদ্দীন, মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা আসাদ উদ্দীন, মাওলানা আলী আবেদীন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা সাধারণ মুহাম্মাদ মনসুর আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমূখ। -বিজ্ঞপ্তি।