'সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান ঐতিহ্য'
পূজামন্ডপ পরিদর্শনে দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৪:০৫:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশবরেণ্য সমাজসেবক ও প্রখ্যাত শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আবহমান ঐতিহ্য। এই সম্প্রীতি বিনষ্ট হতে দেয়া যাবে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মালনীছড়া পূজাম-প পরির্দশনকালে তিনি এসব কথা বলেন। অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা, শিল্প সংস্কৃতির পৃষ্টপোষক দানবীর ড. রাগীব আলী হৃদয়ের পবিত্রতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের মনের হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অন্যায়-অপরাধ প্রবণতা দূর করতে হবে। ধর্ম আমাদের এসব নিয়ন্ত্রণ করে সাম্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। আজকে আমাদের মনের অসুরকে দমন করে সৎ জীবন যাপনের শপথ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মোঃ আজম আলী, দেওয়ান সাকিব আহমদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক এবং চেয়ারম্যানের সহধর্মিণী নাজমা আক্তার কলি। আরও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক সুকুমার সরকার, মুর্শেদ আহমদ, টিলা করণিক জাহাঙ্গীর আলম খান, অধীর বাউরি, শংকর গোয়ালা, রানা বাউরি, পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, টুকেরবাজার ইউনিয়নের সদস্য হৃদেশ মুদি, পূজা কমিটির সভাপতি বিক্রম গোয়ালা, সদস্য জয় মহাতœ কুর্মি, অজিত রায়, বচন কালোয়ার, সঞ্জয় বাউরি, দুলাল সর্দ্দার, লক্ষ্মীন্দর সর্দ্দার, গাধন, দীলিপ বাউরি, সন্তোষ নায়েক, সন্তোষ মুদি, শংকর নায়েক, জয়ন্তি কালোয়ার, মিনতি যাদব, জয়ন্তি রথি সুকুন্তলা প্রমুখ।