বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারক সাব্বির ফয়েজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ৫:২০:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : জেলা জজ মো. সাব্বির ফয়েজকে বদলি করা হয়েছে। তাকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে বদলি করে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছিলেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন)। ওই পদেও তিনি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আইন, বিচার ও সংস্দ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে।