ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৪:৩৮:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : ইসকনকে (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান।
হাজারী লেনে সংঘটিত ঘটনার প্রতিবাদে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সংগঠনের নেতারা।
ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলে হেফাজত নেতারা বলেন, ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি ইহুদি ও খ্রিস্টানদের লালিত পালিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন।
হেফাজতে নেতারা বলেন, সেনা ও পুলিশের ওপর হামলা করেছে ইসকন। সাধারণ পথচারী ও সেনাবাহিনী রেহাই পাচ্ছে না তাদের কাছ থেকে। চট্টগ্রাম থেকে প্রমাণিত হয়েছে ইসকন একটি জঙ্গি সংগঠন। তাদের নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এখন ইসকনের আড়ালে ও হিন্দুত্ববাদীদের আড়ালে ইসকন নামক সংগঠন জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে।
অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ দাবি জানানো হয় সমাবেশে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা।