গোলাপগঞ্জে কর্মিসম্মেলনে মোহাম্মদ সেলিম উদ্দিন
জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে আদর্শ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৪:৪০:৪১ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে আদর্শ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। জামায়াত যদি জনগণের সহযোগিতায় ক্ষমতায় আসে তাহলে জনগণের সকল চাহিদা পূরণে কাজ করে যাবে।’
গতকাল শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি গত ৫ আগস্টে বিপ্লবের মধ্য দিয়েই এদেশে আওয়ামী লীগের রাজনৈতিক জানাজা সম্পন্ন হয়েছে উল্লেখ করে বলেন, ‘আগামীতে তাদের সকল অপরাধ বিচারের মাধ্যমেই এ দেশের রাজনীতির ময়দান থেকে তারা নির্বাসিত হবে।’
বিকেল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল ও পৌর আমীর মাওলানা আব্দুল খালিকের যৌথ সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর সেক্রেটারি কাজী শাহিদুর রহমান ও উপজেলা এ্যসিসটেন্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ, সিলেট মহানগরী জামায়াতের শুরা সদস্য এডভোকেট মোঃ আলিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারি মোঃ সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাফিয়ান আহমদ চৌধুরী। মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর সৈয়দ নাসির উদ্দিন, মাওলানা জমির উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এসএম আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসাইন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান প্রমুখ।