পদে ফিরতে জোর লবিং সেই অধ্যক্ষের !
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৫:৩৭:৩৫ অপরাহ্ন
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থেকে : ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করেছিলেন কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম। স্বপদে ফিরতে উচ্চ মহলে জোর তদবির শুরু করেছেন তিনি। এজন্য তিনি আবেদনও করেছেন।
জানা গেছে, তার আবেদনের প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তদন্ত কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর দপ্তরের উপ রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও কলেজ পরিদর্শন দপ্তরের সহকারী কলেজ পরিদর্শক মো. জোবায়দুল হককে রাখা হয়।
ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা অফিস আদেশে নজরুল ইসলামের পদত্যাগ বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর দ্রæত স্বপদে ফিরতে তিনি জোরালো তদবির করছেন। বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছেও ধর্না দিচ্ছেন।
কলেজ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জে তদন্তকাজ শুরু করতে পারে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত ১৯ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করেন নজরুল ইসলাম।
ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন। সেই সঙ্গে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকাÐের কারণে তিনি ছিলেন আলোচিত-সমালোচিত।
একাধিকবার তদন্তে সত্যতাও মেলে। তারপরও রাজনৈতিক শেল্টারে বহাল ছিলেন এই অধ্যক্ষ। ২০০২ সাল থেকে তিনি ওই কলেজের দায়িত্বে ছিলেন।