‘শেখ হাসিনার হাজার বছর জেল হওয়া উচিত’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৩:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গত দেড় দশকে শুধু নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হাজার বছর কারাদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
তিনি বলেছেন, “শেখ হাসিনা ১৬ বছর জোর-জবরদস্তি করে রাষ্ট্রক্ষমতা দখল করে আমাদের নির্বাচনি ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছেন। শুধু এই একটি কারণেই তার হাজার বছরের জেল হওয়া উচিত।”
রোববার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২০ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন হয়। কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মো. শরীফুল আলম।
এ সময় সোহেল ভারতের উদ্দেশে বলেন, “বাংলাদেশকে দুর্বল ভাবার ভুল করবেন না। অন্যের দিকে নখ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখুন; নাহলে কিন্তু ওই নখ আমরা কেটে দেব। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন। ১৬ বছর পুতুল করে নাচিয়েছেন। সেই পুতুলের নেশা আর কাটে না।
“গণতন্ত্র হত্যাকারীকে আশ্রয় দিয়েছেন আপনারা। আমরা যদি আপনার দেশের খুনিদের আশ্রয় দেই বিষয়টা কী দাঁড়াবে?”
সকাল থেকেই কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। বেলা ১টার মধ্যেই সম্মেলনস্থল নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়।