মতবিনিময় সভায় জেলা প্রশাসক জৈন্তাপুর একটি সম্ভাবনাময় পর্যটনবান্ধব উপজেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৭:৩১:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জৈন্তার পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি স্থানীয় মানুষজনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জৈন্তাপুর একটি সম্ভাবনাময় পর্যটনবান্ধব উপজেলা। এখানকার পর্যটনের বিকাশে সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
জৈন্তাপুর উপজেলায় পর্যটনশিল্পের উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ আল-জুনায়েদ, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ মোহাম্মদ ফারুখ। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পর্যটন ও রিসোর্ট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডাররা পর্যটন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরেন।
জৈন্তাপুরের অন্যতম দর্শনীয় স্থান লালাখাল ও সারী নদীর এলাকায় পর্যটনবান্ধব উন্নয়নের প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ডিবির হাওর লাল শাপলা বিলের রাস্তার উন্নয়ন কাজের ধীরগতির ফলে জনদুর্ভোগ, মহাসড়কের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা,ডাস্টবিন স্থাপন, চা বাগান পাশে খালি টিলাসমূহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা, দরবস্ত এলাকায় বর্ষা মৌসুমে নৌকা যোগে দর্শনীয় স্থানে যাওয়ার ঘাট নির্মাণ, উপজেলা সদরের বড়পুকুর ওয়াকওয়ে নির্মাণ, চারিকাটা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পাহাড়গুলোতে আনারস ও লেবুর চারা লাগিয়ে আকর্ষণীয় করে তোলাসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্যের ধারক মেঘালিথ পাথর সংরক্ষণ, জৈন্তেশ্বরী রাজবাড়ী ও পুরাকীর্তির উন্নয়নের বিবিধ প্রস্তাব তুলে ধরা হয়েছে। জেলা প্রশাসক জৈন্তাপুরের পর্যটন খাতের বিদ্যমান সমস্যাবলী গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।