আইনশৃঙ্খলা সংক্রান্ত তদারকি কমিটির ব্রিফিং
হযরত শাহজালাল ( র:) এর ৭০৬ তম ওরশ শুরু হচ্ছে কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:৫১:৩৯ অপরাহ্ন

ডাক ডেস্ক : হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরশ মোবারক আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। ২ দিনব্যাপী ওরশ মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ, সুন্দর পরিবেশে এবং মাজারের পবিত্রতা রক্ষা করে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত তদারকি কমিটির ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম কমিটির অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, ওরশে দূরদূরান্ত থেকে বহু ধর্মপ্রাণ মুসলমান মাজার শরীফে আগমন করবেন। তাঁরা যেন মাজারের পবিত্রতা বজায় রেখে ইসলামী শরীয়তের আলোকে ইবাদত করতে পারেন এই বিষয়ে সচেতন থাকতে হবে। নেকি হাসিল করতে গিয়ে কেউ যেন ইসলাম বহির্ভূত কোনো কর্মকান্ডে লিপ্ত না হন এবং কেউ যেন শিরকের মতো গর্হিত কাজে জড়িয়ে না পড়েন, সে দিকেও সকলকে সজাগ থাকতে হবে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও প্রতারণামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হযরত শাহজালাল রহ. তাওহিদি কাফেলা, মাজার কমিটি, তদারকি কমিটির সদস্যবৃন্দ ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আগত মুসল্লিগণ যেনো মোবাইল চুরি বা অন্য কোনো অনাকাঙ্খিত ঘটনার শিকার না হন, সে জন্য নিজ নিজ সচেতনতার পাশাপাশি প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা ওরশ উপলক্ষে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পবিত্র উরস মোবারক সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ তদারকি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।