মৌলভীবাজারে দুই নদীর পানি বিপৎসীমার ওপরে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ১:৩৭:১৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : টানা তিন দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদী, খালবিল ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মনু ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (১ জুন) সন্ধ্যা ৭টা মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আপডেট অনুযায়ী মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জুড়ী নদীতে বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই নদীর ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে গত তিন দিনের টানা বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার তৈরি হয়। তার মধ্যে শহরের ফাটাবিল এলাকায় পাহাড়ি ঢলে মানুষের বাড়িঘর তলিয়ে যায়। এ ছাড়া পৌর শহরের পশ্চিমবাজার, কুসুমবাগ, সাইফুর রহমান রোড, সরকারি স্কুল রোডের দোকানপাঠ ও বাসা-বাড়িতে পানি ওঠে। এসব স্থানে রোববার বিকেলের দিকে জলাবদ্ধতার পানি কমে আসে।
এর আগে, রোববার সকাল থেকে বৃষ্টি হয়ে দুপুরের দিকে বন্ধ হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি না হলে নদীর পানি কমবে। আর যেসব স্থানে জলাবদ্ধতার তৈরি হয়েছিল সেই সব স্থানের পানি নেমে গেছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, নদীতে পানি বাড়ছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।