পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সলেটের যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৪৩:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে মাহবুবুল আলম নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় এ ঘটনা ঘটে। মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিককোনা গ্রামের নান্না মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে মাহবুবুল পরিবার নিয়ে পর্তুগালের লিসবন শহরে বসবাস করতেন। গত শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে আহত হন মাহবুবুল। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন পর্তুগালে মাহবুবুল আলম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।